কিছুদিন যাবত ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটি
নতুন বাগ,যাকে বলা হচ্ছে The Black Dot bug.
এটি এমন একটি মেসেজ যাতে ক্লিক করা মাত্রই facbook messenger
অ্যাপ কাজ করা বন্ধ করে দেয় এবং অ্যাপটি ক্র্যাস করে।
এ ধরনের সকল মেসেজ বম্ব এর ক্ষেত্রে, এমনভাবে কিছু মেসেজ পাঠানো হয়
যার অক্ষর এবং স্পেস এর মাঝে স্পেশাল কিছু লুকানো বার্তা থাকে।
মেসেজ এর যেকোনো স্থানে ক্লিক করা মাত্র ব্যাপক আকারের ম্যাসেজটি সম্পুর্ণ এক্সপেন্ড বা উন্মুক্ত হয় যার ফলে অ্যাপটি, এমনকি সম্পুর্ণ এন্ডয়েড ডিভাইসটি ওভারলোডিং হয়ে যেতে পারে।
বিস্তারিতঃ
• উক্ত ম্যাসেজটি দুইভাবে ছড়িয়ে পড়তে দেখা গেছে, যার একটিতে, ক্লিক করলে
কি হবে তার সাবধান বানী দেয়া থাকে। কিন্তু তা শুধু প্রাপক এর আগ্রহ আরো বাড়িয়ে দেয়
এবং তারা উৎসুক হয়ে তাতে ক্লিক করে বসে!
• অপর মেসেজ বম্বটি দেখতে সাধারন মেসেজ এর মতো
এবং কোনো সাবধান বানী দেয়া থাকে না।
• ম্যাসেজটিতে ব্যাবহার করা হয়েছে এমন কিছু সিম্বল যা সাধারনভাবে
দৃশ্যমান নয় কিন্তু অ্যাপ এ টেক্সট প্রদর্শন এর উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে।
এধরনের প্রচুর সিম্বল এর সমন্বয়ে তৈরিকৃত এই ম্যাসেজ facebook messenger
বা whatsapp এর কাজ মুহূর্তে বন্ধ করে দিতে পারে।
করনীয়: এই রকম বাগ থেকে বাচতে হলে অপরিচিত অদ্ভুত মেসেজে ক্লিক করা থেকে বিরত থাকুন এবং ঐ ধরনের মেসেজ কাউকে প্রেরন করা থেকে বিরত থাকুন, যাতে ফেসবুক আপনার ম্যাসেজকে স্প্যাম হিসেবে না ধরে। আর যদি ক্লিক করেই ফেলেন তবে দ্রুত মেসেঞ্জার এর ডাটা ক্লিয়ার করে আবার লগিন করুন এবং প্রাপ্ত মেসেজটি ইনবক্স থেকে ডিলেট করে দিন।
তবে ফেসবুক এর পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বাগ এর ব্যাপারে কোনো সাড়া পাওয়া যায় নি।
-সবরকম তথ্যমূলক নতুন খবর পেতে প্রতিদিন চোখ রাখুন TypicalBD ব্লগে।
0 Comments