Ad Code

Responsive Advertisement

Latest

6/recent/ticker-posts

প্রতিযোগিতায় নতুন বাংলা কিবোর্ড। রয়েছে ৯০০+ ইমোজি এবং থিমস।মাত্র ৪ এম্বি!

এন্ড্রয়েডের বাংলা কিবোর্ড এ প্রতিযোগিতা তেমন না থাকলেও এখন পপুলার সব বাংলা কিবোর্ড এর সাথে পাল্লা দিতে এলো নতুন "বর্ণ বাংলা কিবোর্ড"!

 এতে আছে অভ্র এবং বাংলা লেখার লেআউট আর ইংলিশ তো থাকছেই। এতে চমক হিসেবে থাকছে ৯০০+ ইমোজী! আর সবচেয়ে বড় চমক হলো এর সাইজ মাত্র ৪ এম্বি!! আর দেরি কেন আগে দেখে নেই এর ফিচার গুলো:-

Main features:

* 900+ emoji support
* almost 20 beautiful themes
* press button to change keyboard language
* Bangla fixed layout (National)
* English fixed layout
* AVRO layout
* Bangla and English word suggestion





ডাউনলোড লিংক:  Playstore Link 




ইউজার রিভিউ:
এর সবচেয়ে ভালো দিক হলো এর লাইট সাইজ। এবং এর ইমোজি ফিচারটি অসাধারন, আরো ভালো দিক হলো এতে ডিভাইসের নন সাপোর্টেড ইমোজীগুলোও দেখা যাবে অন্যান্য কিবোর্ড এর মত বক্স আকারে আসবে না। আর চোখ ধাধানো থিম তো আছেই!

  অসাধারন সব ফিচার সম্পন্ন হলেও এর টাইপিং কিছুটা স্লো লক্ষ্য করা গেছে, আশাকরি পরবর্তি আপডেটে স্মুথ টাইপিং পাওয়া যাবে।
এছাড়া এর পারমিশন এ নেট কানেকটিভিটি (বিজ্ঞাপনের জন্য) লক্ষ্য করা গেছে যা অনেক ইউজার এর চিন্তার কারন হয়ে দাঁড়ায়, তাই আপনাদের সুবিধার্থে এর একটি মোড ভার্সন তৈরি করা হয়েছে যেটায় নেট কানেকটিভিটি রিমুভ করা হয়েছে, অ্যাপ লিংকটি পোস্ট আপডেট করে পরবর্তিতে দেয়া হবে ইনসাআল্লাহ।


       -আমাদের সাথেই থাকুন, এবং পোস্টটি ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করে জানাতে ভুলবেননা,ধন্যবাদ।
Reactions

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement