প্রযুক্তিনির্ভর এই যুগে উন্নত সব ডিভাইস এর সাথে সাথে ডিভাইসে ব্যাবহার করার জন্য অ্যাপ এর চাহিদাও বেড়েছে অনেক। তেমনি এন্ড্রোয়েড প্লাটফর্ম এ ব্যাবহার এর জন্য তৈরি করা হয়েছে কোটি কোটি অ্যাপস।
তারপরও নানা প্রয়োজনে একই ধরনের একাধিক অ্যাপ এর প্রয়োজন পড়ে।কিন্তু এন্ড্রোয়েডের স্টক রমে অ্যাপ ক্লোনিং এর সিস্টেম না থাকায় থার্ড পার্টি অ্যাপ এর সাহায্য নিতে হয়, যার অধিকাংশই খাদক এর মত ডিভাইস এর স্টোরেজ শেষ করে দেয় আর ফোনের অবস্থা করে দেয় কচ্ছপগতির।
এবার আসি কাজের কথায়,
এজন্য আজকে আমরা দেখব কিভাবে মাত্র ১০ এম্বির অ্যাপ দিয়ে আনলিমিটেড অ্যাপ ক্লোন করতে পারবে। এতে রয়েছে- আইকন কালার চেঞ্জিং, যেকোন অ্যাপ এ পিন লক দেয়া সহ আরো অনেক ফিচার!
চলুন দেখে নেই এর কাজ এবং ফিচারগুলোঃ
App name: App Cloner.
Detail: "Cloned apps run in parallel and work independently from their original apps. They will not receive automatic updates so you can keep and run a stable version alongside the original app.
App cloning can be useful to simultaneously use multiple logins in apps such as Facebook, Instagram or Twitter but the real fun starts by messing around with an app. App Cloner offers a multitude of modding options to tweak the new app copy."
অর্থাৎ,আপনি অরিজিনাল এপ এর সাথে অনায়াসে ক্লোন অ্যাপ ব্যাবহার করতে পারবেন। ফ্রি ভার্সনে অনেক দরকারি ফিচারগুলো নেই, তাই আপনাদের জন্য আজকে থাকছে এর প্রো-ভার্সনটি! :D
Full version features:
*.Facebook Messenger cloning
*.WhatsApp cloning
*
.Replace launcher icons
*.Create multiple app clones
*.Clone watch apps or watch faces
*.Save or share cloned apps
*.Remove launcher icon or widgets
*.Allow/prevent app backups
*.Allow apps to be installed on the external SD-card
*.Disable app defaults
*.Disable auto-start
*.Exclude app from recents
*.Rotation lock
*.Remove app permissions
*.Make assist app
*.Enables multi-window support on Samsung devices and some LG devices
*.Use Google Maps in cloned apps
*.Automatically copy expansion files during cloning
*.Make debuggable
আর দেরি কেন ডাউনলোড করে নিন
এখান থেকে।
ইনস্টল করে এপটি ওপেন করার পর দরকারি অ্যাপ সিলেক্ট করে, বানিয়ে ফেলুন ক্লোন অ্যাপ! আর কোনো সমস্যা হলে কমেন্ট বক্স তো আছেই।
0 Comments