মেডিকেল প্রেসক্রিপশনে আমরা হয়ত দেখেছি Rx চিহ্নটি। কিন্তু এর অর্থ হয়ত আমরা অনেকেই জানি না।
প্রেসক্রিপশনের Rx চিহ্নটি এসেছে ল্যাটিন শব্দ "রেসিপি" থেকে যার অর্থ "নিতে" বা "গ্রহণ করতে"। যেকোনো প্রেসক্রিপশনে এটি লেখা হয়ে থাকে, যা দিয়ে বোঝায় এই পথ্যগুলো গ্রহন করতে হবে।
১৯১১ সালে এই অর্থে এর প্রথম ব্যাবহার দেখা যায়। ১৭০০ সাল নাগাদ রান্নার সাথে সম্পর্কিত হওয়ার ১০০ বছর আগে মেডিকেল প্রেসক্রিপশনের সাথে "রেসিপি" শব্দটি সম্পর্কযুক্ত ছিল।
1 Comments
thank you sir
ReplyDelete