Ad Code

Responsive Advertisement

Latest

6/recent/ticker-posts

ইংরেজিতে The কে কখন 'দি' আর 'দ্যা' উচ্চারণ করতে হয়?


সারা বিশ্বে ইংরেজি ভাষাভাষীর সংখ্যা বর্তমানে প্রায় ২০০কোটির উপর। যোগাযোগের অন্যতম মাধ্যাম হিসেবে ইংরেজির প্রয়োজনীয়তা এখনো শীর্ষে। 

আজকে জানব ইংরেজীতে কখন দ্যা এবং দি ব্যাবহার করা হয়

সাধারণত নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে ইংরেজিতে THE ব্যাবহার করা হয়।

• কোনো বাক্যে The এর পরের শব্দটি যদি vowel হয় বা vowel এর মত উচ্চারণ হয় তখন The এর উচ্চারণ হবে "দি"।

উদাহরণঃ 
The Apple (দি অ্যাপল)
The Egg (দি এগ)
The Ice-cream (দি আইসক্রিম)
The Orange (দি অরেঞ্জ)
The Ugli fruit (দি আগলি ফ্রুট)
*The Hour (দি আওয়ার) [Hour Consonant হলেও উচ্চারন vowel এর মত]
*The Umbrella (দি আমব্রেলা) [উচ্চারন vowel এর মত]

• আবার, কোনো বাক্যে The এর পরের শব্দটি যদি Consonant হয় বা Consonant এর মত উচ্চারণ হয় তখন The এর উচ্চারণ হবে "দ্যা"।

উদাহরণঃ
The Cat(দ্যা ক্যাট)
The Problem(দ্যা প্রব্লেম)
The President(দ্যা প্রেসিডেন্ট)
The University(দ্যা ইউনিভার্সিটি) [ 'U' vowel হলেও উচ্চারণ Y এর মত (উচ্চারণঃ The youniversity),যা একটি Consonant ]
---------------------------------------------------------------

আরো থাকছে ইংরেজির পরবর্তী পর্বে। সাথেই থাকুন।
~ধন্যবাদ 

Reactions

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement