প্রায় ৩ বছর প্রতিক্ষার পর এলো বহু এন্ড্রয়েড ইউজার এর প্রিয় Ridmik Keyboard এর আপডেট!
৮ই মার্চ ২০১৫তে চালু হওয়া
Ridmik Lab এর প্রকাশ করা এই কিবোর্ডটি দীর্ঘ ৩ বছর কোনো আপডেট এর দেখা পায় নি।ফলে স্বল্প ইমোজি এবং থিম যুক্ত কিবোর্ডটি অন্যান্য নতুন কিবোর্ড এর সাথে প্রতিযোগিতায় অনেকটা পিছিয়ে পরেছিল।
গত ১লা জুলাই প্লেস্টোরে তারা নিয়ে আসে এর নতুন এক আপডেট যাতে যুক্ত হয়েছে অনেক ইউজারদের পছন্দের এবং অপছন্দের নতুন নতুন সব ফিচারস। যার মধ্যে আছে নতুন UI, বহুল সংখ্যাক ইমোজি, নতুন কিছু থিমস এবং এড করা হয়েছে আগের সেই word suggestion ফিচার এবং করা হয়েছে আরো অনেক পরিবর্তন।
চলুন দেখি নেই এর নতুন ফিচারস সমুহ-
The description of Ridmik Keyboard:
* New Version 5.1.0 Features :
1. Bangla phonetic keyboard (like your favorite Avro keyboard)
2. National & Probhat layout
3. Full set of emoji
4. Voice input
5. New themes
6. Next word suggestion
7. Improved suggestions
8. Emoji in suggestions
What's new
2018-07-01
****
Features:
1. Full set of emoji
2. Next word suggestion
3. New themes
4. Voice input
5. Spell checker
6. Improved suggestion
-----------------------------------------------
সুবিধাসমুহঃ
১. রয়েছে আগের থেকে অনেক বেশি ইমোজী
২. বেশ কিছু নতুন থিমস।
৩.নতুন টাইপিং UI.
৪. থাকছে আগের চেয়ে স্মুথ টাইপিং এক্সপিরিয়েন্স।
৪.ওয়ার্ড সাজেশ।
৫. ইমোজী সাজেশন।
৫.ভয়েস ইনপুট।
অসুবিধাসমুহ:
১. কিবোর্ড হাইট বাড়ানোর কোনো অপ্সন নেই। ফলে পোর্টেট মুডে বাংলা লিখতে অসুবিধা হয় যা ফিক্স করা দরকার।
২. হাইট কমানোয় কিবোর্ড ফন্ট ছোট সাইজের হয়ে পড়েছে, ফলে বাংলা অক্ষর খুজতে এবং টাইপিং করতে অসুবিধা হয়।
৩. এন্ড্রয়েড ভার্সন অনুয়ায়ি বিভিন্ন ডিভাইসে নানা বাগ দেখা গেছে। যেমন থিম সিলেক্ট করার পরও অটো ডিফল্ট থিম সিলেক্ট হয়ে যাওয়া, ইমোজি ড্রয়ারে ইমোজি না থাকা ইত্যাদি ।
৪. অতিরিক্ত পারমিশন এক্সেস।
ডাউনলোডঃ
প্লেস্টোর লিংক
এক্সটারনাল লিংক
••• ইতিমধ্যে আপডেটটি সম্পর্কে ইউজারদের অনেক পজিটিভ এবং নেগেটিভ রিভিউ পাওয়া গেছে। এখন দেখার বিষয় আপডেটটি কতটা সাড়া ফেলতে পারে। এত সুবিধা-অসুবিধা থাকলেও নতুন এই আপডেটটি অনেক চমকপ্রদ হয়েছে। এবং বর্তমানে থাকা সকল বাগ ফিক্স করতে শীঘ্রই আপডেট আসবে বলে ধারনা করা যাচ্ছে।
• কিছু তথ্য:
কিছুদিন আগে রিদ্মিক এর অনুকরনে তৈরি করা "অভ্রয়েড" কিবোর্ড যা ইউজারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল সেটি রিদ্মিক এর আপডেট আসার পর প্লেস্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে।তবে গুগলে তা এখনো দিব্যি রয়েছে।
~ আজ এ পর্যন্তই, পোস্টটি সম্পর্কে আপনাদের সকল মতামত কমেন্টবক্সে আমাদের জানিয়ে দিন।
1 Comments
Awesome 😀
ReplyDelete